ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্ম-চাঞ্চল্য ফিরেছে সচিবালয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
কর্ম-চাঞ্চল্য ফিরেছে সচিবালয়ে

ঢাকা: মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিধি-নিষেধ এবং ঈদের ছুটি শেষে টানা ১৯ দিন পর প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্ম-চাঞ্চল্য ফিরেছে। এদিন সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ।

দর্শনার্থী না থাকলেও সচিবালয়ে করোনা ভাইরাসের টিকাকেন্দ্রে টিকা কার্ড নিয়ে এসেছেন অনেকেই। সচিবালয়ে গাড়ির চাপ সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা যায়।

২১ জুলাই ঈদুল আজহা শেষে ২৩ জুলাই থেকে টানা বিধি-নিষেধে পর বুধবার (১১ আগস্ট) থেকে খুলেছে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিংমল। ঈদের ছুটির পর সীমিত পরিসরে অফিস-আদালত চালু ছিল।

তবে বিধি-নিষেধ উঠে যাওয়ার পর এদিন আবদুল গণি রোডে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন ভবননের নিচে লিফটের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ঘুরে দেখা গেছে প্রায় সব ডেস্কেই কর্মকর্তা ও কমচারীরা বসে কাজ করছেন।

সচিবালয়ে এদিন বেলা ১১টায় পানি সম্পদ মন্ত্রণালয়ে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।   

 

জাতীয় শোক দিবস উপলক্ষে বেলা ১২টায় ক্লিনিক ভবনের সামনে তথ্য অধিদপ্তর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সেখানে অনেক ভিড় দেখা গেছে।

 

সচিবালয়ের ক্লিনিকে দেখা যায়, কর্মচারী ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও করোনা ভাইরাসের টিকা দিতে এসেছেন। টিকা 

সচিবালয়ে মন্ত্রী-সচিবদের গাড়ি ছাড়াও প্রাইভেটকারের কারণে অনেকটা জটলা লেগে যায়। জট এড়াতে পুলিশ সদস্যরা অনেক গাড়ি গেট থেকে ফিরিয়ে দিয়েছেন। খাদ্য মন্ত্রণালয়ের ভবনের নিচে টিসিবির পণ্য বিক্রির কেন্দ্রেও এদিন মানুষের লম্বা লাইন দেখা গেছে।


বিভিন্ন মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা যায়, করোনা মহামারির মধ্যে অফিস খোলায় যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালনে জোর দেওয়া হয়েছে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মন্ত্রণালয়ের করিডোরের সামনে ব্যানার-ফেস্টুন টানানো হয়।

 
বাংলাদেশ সময়: ১২৩৫ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।