ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁও ফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
খিলগাঁও ফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত 

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গোলাম রব্বানী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সামান্য আহত হয়েছে নুর মোহাম্মদ (৪০) নামে আরেক ব্যক্তি।

বুধবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় গোলাম রব্বানীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাঠালিয়া গ্রামের সামসু সরদারের ছেলে গোলাম রব্বানী। এক ছেলেসহ পরিবার নিয়ে শনির আখড়ার জাপানি বাজার এলাকায় থাকতেন। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন তিনি।

গোলাম রব্বানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা নূর মোহাম্মদ জানান, তারা শনিরআখড়ায় পাশাপাশি বাসায় থাকেন। প্রতিদিনের ন্যায় নূর হোসেনের মোটরসাইকেলে রব্বানীকে পেছনে বসিয়ে গুলশান যাচ্ছিলেন তারা। পথে খিলগাঁও ফ্লাইওভারে এলে একটি অটোরিকশা পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় গোলাম রব্বানী। আর বাম হাতে সামান্য আঘাত পায় নুর। পরে তিনি নিজেই রব্বানীকে প্রথমে ইসলামী হাসপাতালে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। খিলগাঁও থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান বিস্তারিত জানার জন্য হাসপাতালে তিনি কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।