ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। তবে প্রাথমিকভাবে গ্রেফতার জঙ্গি সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ আগস্ট) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারন উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারায় এন্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।