ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান হান্ড্রেড (৩০) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আসাদুজ্জামান ওই গ্রামের একরামুল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, মাংস বিক্রেতা আসাদুজ্জামান হান্ড্রেড নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।