নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান হান্ড্রেড (৩০) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান ওই গ্রামের একরামুল হকের ছেলে।
এলাকাবাসী জানায়, মাংস বিক্রেতা আসাদুজ্জামান হান্ড্রেড নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এএটি