ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রিয়তোষ সরকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
প্রিয়তোষ সরকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবী, একাত্তরে রণাঙ্গনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাত্তরের রণাঙ্গনে তার সহযোদ্ধা প্রয়াত প্রিয়তোষ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি প্রিয়তোষ সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিয়তোষ সরকার বুধবার (১১ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।