পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে তন্ময় তরুয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) সকালে মধ্য বানিয়ারী একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের বাবা বলরাম বাংলানিউজকে জানান, তার ছেলে তন্ময় উপজেলার দীঘিরজান বাজারের পশ্চিম প্রান্তে মোবাইল ব্যাকিং, লোড ও কম্পিউটার টাপিংয়ের ব্যবসা করতেন। মঙ্গলবার (১০ আগস্ট) রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে ছেলে তন্ময় দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো বলে মোবাইলের মাধ্যমে জানায়। কিন্তু রাত অনেক হলেও তন্ময় বাড়িতে না ফেরায় রাত ২টার দিকে ছোটো ছেলেকে নিয়ে বাবা বলরাম তন্ময়কে খুঁজতে বের হন। এরপর তারা মধ্যবানিয়ারীর হায়দার মেম্বারের পুরান বাড়ি সংলগ্ন ব্রিজের কাছে
তার মরদেহ ভাসতে দেখেন। এর কিছু দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে তন্ময়কে উদ্ধার করার পর তার মাথার পিছনে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ বিষয়ে মাটিভাঙ্গা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটির মাথার উপরে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না দুর্ঘটায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি