ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবা-ছেলের খুনিদের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বাবা-ছেলের খুনিদের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বাবা-ছেলের খুনিদের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা ও তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল।

বুধবার (১১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তার দু'পাশে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ওয়াদুত সরদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সঞ্চালানায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সাবেক ডেপুটি কমান্ডার ডা. আনম আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সেকেন্দার হাওলাদার, আব্দুল  আউয়াল, মো. আয়নাল হক, হায়দার আলী শরীফ, মো. জাকারিয়া, মো. ইউনুস খন, শেখ লকিতুল্লাহ, ফারুক ভুঁইয়া, শহীদুল হক ফকির, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা খানম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নৃশংস ওই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও হত্যা মামলাটি বিশেষ দ্রুত ট্রাইবুন্যাল আইনে নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, অর্থের অভাবে আহতরা সুচিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন। এসময় তারা মুক্তিযোদ্ধাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান।

মানববন্ধনে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের মেয়ে স্বর্ণা খানম বলেন, আর কোনো মুক্তিযোদ্ধা পরিবার এভাবে বাবা ও ছেলে যেন না হারায়। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দাবি জানান।

মানববন্ধন শেষে  মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, ২৯ জুলাই জমি নিয়ে বিরোধে আটিপাড়া গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদার ও তার ছেলে বিপ্লবকে কুপিয়ে হত্যা করে এবং পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে যখম করেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, ইতোমধ্যে হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।