ঢাকা: সচিবালয়ে ৩ নম্বর ভবনে পানির ফিল্টারের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ড. মো. হেলাল উদ্দিনের কক্ষে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১১ আগস্ট) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা সদর জোন-১ এর উপ-সহকারি পরিচালক মো. বজলুর রশিদ বলেন, আপনারা জানেন সচিবালেয় আমাদের অস্থায়ী একটি ফায়ার স্টেশন আছে। ২টা ১৫ মিনিটে সচিবালয় থেকে সংবাদ পাই এবং সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তা রহিদুর রহমান সেখানে গিয়ে ফায়ার অ্যাসটিং ইউসার দিয়ে আগুন নেভান। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, আমরা সচিবালয়ের ৩ নম্বর ভবনের তৃতীয় তলায় উঠে দেখতে পাই যে পানির ফিল্টারের সঙ্গে দেওয়া বিদ্যুৎ কানেকশন ছিল। সেখান থেকে একটি আগুনে পোড়া ইদুরও পাওয়া গেছে। প্রথমিকভাবে আমরা ধারণা করছি ইদুর বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে এটা চূড়ান্ত বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১১,২০২১
জিসিজি/এসআইএস