কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় ওই মেশিনের নিচে চাপা পড়ে মোমিন হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী মাঠপাড়া এলাকার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা বাংলানিউজকে জানান, বিকেলে অঞ্জনগাছি মাঠপাড়ার মাঠে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটছিল কৃষকরা। তখন ধানের খড় কুড়াচ্ছিলো মোমিন। এসময় কম্বাইন হারভেস্টারটি পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুত্বর আহতাবস্থায়
স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা কম্বাইন হারভেস্টারটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি