মাগুরা: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বিথি খাতুন (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) রাতে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিথি খাতুন সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মো. আবুল বাসারের মেয়ে।
নিহতের বাবা মো. আবুল বাসার বলেন, বিথি দেড় বছর ধরে শ্রীপুর উপজেলার আর আর এফ এনজিওর নাকোল শাখায় চাকরি করছিলেন। রাতে নাকোল থেকে সহকর্মীর মোটরসাইকেলে করে মাগুরায় আসছিলেন। পথে নাকোল বাজার এলাকার কিছু দূর এলে মোটরচালিত ভ্যানগাড়ির ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন বিথি। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডাক্তার এনামুল কবীর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে বিথি মারা যান।
নিহত বিথি খাতুনের ভাবি সুমি খাতুন বলেন, ‘বিথির বাবা একজন কৃষক। অনেক কষ্ট করে ছেলে মেয়েগুলো মানুষ করেছেন তিনি। ’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমআরএ