ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে মো. আল সাজিদ ভূঁইয়া।

মাগুরা: অ্যাসাইনমেন্ট জমা দেওয়াকে কেন্দ্র করে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।  

বুধবার (১১ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির করা হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীর নাম মো. আল সাজিদ ভূঁইয়া। তিনি কলেজের অর্থনীতি বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং শহরে আদর্শপাড়া এলাকার মো. মোশারোফ হোসেন ভূঁইয়ার ছেলে।

আহত শিক্ষার্থী সাজিদ বলেন, কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় কলেজ ছাত্রলীগের তিন কর্মী তাকে লাইন থেকে বের করে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে তারেক, তনু, মিতুল, রাকিব, অন্তর নামের শিক্ষার্থীরা তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

সাজিদের বাবা মোশারোফ হোসেন জানান, তার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। তার শরীরের ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তিনি।

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্ত বলেন, কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘষ হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। পরে কলেজে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব‌্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।