ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকচাপায় লিখন হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাটগোপালপুরে বাজারে এ দুর্ঘটনা ঘটে।
লিখন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লুর মিয়ার ছেলে ও হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সাকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে হাটগোপাপুর বাজারে আসছিল লিখন। পথে মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক জব্দ করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএ