শরীয়তপুর: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট স্যোশাল রেসপন্সিবিলিটির ( সিএসআর) আওতায় শরীয়তপুরের কর্মহীন ৮৮ জনকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৮৮ জন কর্মহীন মানুষের মধ্যে দুই হাজার করে মোট এক লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।
সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার ম্যানেজার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।
এসময় উপস্থিত ছিলেন এনডিসি মো. পারভেজ, সহকারী কমিশনার আব্দুর রহিম, সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার প্রিন্সিপাল অফিসার ত্রিনাথ বিশ্বাস, সিনিয়র অফিসার আক্তার উজ্জামান, আশিষ কুমার সিকদার ও আংগারিয়া শাখার ম্যানেজার রাজিবুল হাসানসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআই