ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পরিস্থিতির অবনতি হলে ফের বিধি-নিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
পরিস্থিতির অবনতি হলে ফের বিধি-নিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ঢাকা: জীবন-জীবিকার তাগিদে বিধি-নিষেধ শিথিল করা হলেও করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও বিধি-নিষেধ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

আগামী ১৯ আগস্ট থেকে বিনোদন ও পর্যটন কেন্দ্র খুলে দিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এরআগে ১১ আগস্ট থেকে অফিস, গণপরিবহন ও শপিংমল খুলে দেওয়া হয়।  

করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে সরকারের পরবর্তী কৌশল কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দু’টি কৌশলই আমরা অবলম্বন করবো। একটা হলো বিধি-নিষেধ বা লকডাউন দেওয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেওয়া, কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। ’

পরিস্থিতি খারাপ হলে আবার লকডাউন দেওয়া হবে, প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ। পৃথিবীর যে কোনো দেশে সংক্রমণ বাড়লেই যেমন অস্ট্রেলিয়াতে সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, সেখানে লকডাউন দেওয়া হয়েছে। আমেরিকাকে দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে কেন? কারণ এর কোনো বিকল্প নেই। ’

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।