ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

ঢাকা: করোনাকালে যাদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে তাদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর পূর্ণ হওয়া চাকরিপ্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন—এমন প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

সরকারি চাকরিতে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। তবে করোনা মহামারির কারণে চাকরির পরীক্ষা বন্ধ রয়েছে। গত বছরও মহামারি সংকটের কারণে পাঁচ মাস বয়স ছাড় দেওয়া হয়েছিল। তবে খুব বেশি চাকরির পরীক্ষা না হওয়ায় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় আকারে বয়স ছাড়ের চিন্তা করছে সরকার।

গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই, অর্থাৎ ২১ মাস এই ছাড়ের আওতায় রাখার প্রস্তাবনা রাখা হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে সরকারপ্রধানের সম্মতির পর।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১ 
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।