খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৮৬ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
এর আগে বুধবার (১১ আগস্ট) বিভাগে ২০ জনের মৃত্যু এবং ৬৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। অন্যদের মধ্যে যশোরে আট, নড়াইলে চার, মেহেরপুরে ও ঝিনাইদহে দু’জন করে চারজন এবং খুলনা ও বাগেরহাটে একজন করে দু’জনসহ মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৫৮৮ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৭৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৬০৯ জন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমআরএম/এসআরএস