ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এনায়েতপুরে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এনায়েতপুরে মানববন্ধন  মানববন্ধন।

সিরাজগঞ্জ: ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
 
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পালন করে তারা।

 

এসময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টারের সভাপতিত্বে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ সিকদার, গোলাম হোসেন, রজব আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।  

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ যমুনার চরের ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এছাড়া গত জুন মাসে আমাদের ব্যক্তিগত জমিতে বালু মহাল করার জন্য ডিসির কাছে আবেদন করেছেন। তার এই অপতৎপরতা আমরা কখনো মেনে নেব না। যদি বালু মহালের অনুমতি দেওয়া হয় তবে আমরা হাজার হাজার মানুষ লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি করবো।  

তারা আরো বলেন, সিরাজ চেয়ারম্যান এমপি মমিন মণ্ডলের সংস্পর্শে থেকে তাকে কৌশলে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত জমি সরকারি বালু মহাল করার পাঁয়তারা করছে।
 
এ কর্মসূচিতে চরের ১০/১৫টি গ্রামের বিভিন্ন স্তরের ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।   

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।