ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ব্যাসদী গ্রামে ডোবা থেকে মালেক শেখ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার (১১ আগস্ট) বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন মালেক। এরপর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ শুরু করে। বৃহস্পতিবার সকালে ব্যাসদী গ্রামের একটি ডোবায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা পর রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস