ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

শোক দিবসে দেশের সব মসজিদ-উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
শোক দিবসে দেশের সব মসজিদ-উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

ঢাকা:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট (রোববার) বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের পরিবারের সদস্যদের বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। সেই শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এ সময় করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের সুরক্ষা, আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হবে।  

যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুসল্লি, মসজিদ কমিটি ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।