ঢাকা: `আমরা সৎ, শুদ্ধাচারী এবং দায়িত্বশীল হবো। কোনো অন্যায় বা অনৈতিক কাজে জড়াবো না।
বৃহস্পতিবার (১২ আগস্ট) আগারগাঁও-এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এক অনুষ্ঠানে এ শপথ বাক্য উচ্চারণ করেন। বেলা ১২টায় জাদুঘরের ‘সবুজ প্রান্তরে’ নামক উন্মুক্ত মাঠে স্বাস্থ্যবিধি মেনে সমবেত হয়ে এ শপথ বাক্য উচ্চারণ করেন। তারা আরো ঘোষণা দেন, আমরা সরকারের নির্দেশিত এবং সংস্থার জন্য প্রযোজ্য সকল আইন কানুন এবং বিধি বিধান পরিপূর্ণভাবে মেনে চলবো।
এ প্রসঙ্গে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারের শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত শুদ্ধাচরের ওপর প্রশিক্ষণ এবং শুদ্ধাচারী হতে অনুপ্রাণিত করা হয়। এ শপথ অনুষ্ঠান তারই ধারাবাহিকতার অংশ।
তিনি বলেন, এ শপথ যেন স্রেফ মৌখিক উচ্চারণ না হয়। অন্তর থেকে এ শপথ যেন উচ্চারিত হয়। ব্যক্তি, সামাজিক ও পেশাগত জীবনে যেন এর বাস্তব প্রতিফলন ঘটে। কোনোভাবেই অসৎ উপার্জনের প্রলোভনে পা দেওয়া যাবে না। পরিমিত আয়েই সুখ, শান্তি ও সফলতা এবং অসৎ উপার্জনের অর্থে অধঃপতন, ধ্বংস ও লাঞ্ছনা।
বাংলাদেশ সময় ঘণ্টা: ১৭৩৫, আগস্ট ১২, ২০২১
এসএমএকে/এসআইএস