ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান জাদুঘরে সৎ ও শুদ্ধাচারী জীবনের শপথ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
বিজ্ঞান জাদুঘরে সৎ ও শুদ্ধাচারী জীবনের শপথ

ঢাকা: `আমরা সৎ, শুদ্ধাচারী এবং দায়িত্বশীল হবো। কোনো অন্যায় বা অনৈতিক কাজে জড়াবো না।

প্রতিষ্ঠানের স্বার্থ হানিকর কিংবা জনসাধারণের কষ্ট বা ভোগান্তি হয়, এমন কোনো আচরণে লিপ্ত হবো না'।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আগারগাঁও-এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এক অনুষ্ঠানে এ শপথ বাক্য উচ্চারণ করেন। বেলা ১২টায় জাদুঘরের  ‘সবুজ প্রান্তরে’ নামক উন্মুক্ত মাঠে স্বাস্থ্যবিধি মেনে সমবেত হয়ে এ শপথ বাক্য উচ্চারণ করেন। তারা আরো ঘোষণা দেন, আমরা সরকারের নির্দেশিত এবং সংস্থার জন্য প্রযোজ্য সকল আইন কানুন এবং বিধি বিধান পরিপূর্ণভাবে মেনে চলবো।  

এ প্রসঙ্গে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারের শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত শুদ্ধাচরের ওপর প্রশিক্ষণ এবং শুদ্ধাচারী হতে অনুপ্রাণিত করা হয়। এ শপথ অনুষ্ঠান তারই ধারাবাহিকতার অংশ।  

তিনি বলেন, এ শপথ যেন স্রেফ মৌখিক উচ্চারণ না হয়। অন্তর থেকে এ শপথ যেন উচ্চারিত হয়। ব্যক্তি, সামাজিক ও পেশাগত জীবনে যেন এর বাস্তব প্রতিফলন ঘটে। কোনোভাবেই অসৎ উপার্জনের প্রলোভনে পা দেওয়া যাবে না। পরিমিত আয়েই সুখ, শান্তি ও সফলতা এবং অসৎ উপার্জনের অর্থে অধঃপতন, ধ্বংস ও লাঞ্ছনা।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৭৩৫, আগস্ট ১২, ২০২১
এসএমএকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।