চুয়াডাঙ্গা: করোনায় আক্রান্ত হয়ে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন ডালিম। সেখানে তিনি এইচডিইউ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দার পাড়ার নজরুল ইসলামের ছেলে।
আরিফুল ইসলাম ডালিম অল্প বয়স থেকে সংবাদপত্রের কাজে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৯৯ সালে যশোরের গ্রামের কাগজের পত্রিকার মাধ্যমে মূলধারার গণমাধ্যমে প্রবেশ করেন তিনি। এরপর আরটিভি, একুশে টেলিভিশন, ইটিভি, এসএ টেলিভিশন, আমার দেশ পত্রিকায় কাজ করেন। বর্তমানে তিনি যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি'র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আকাশ খবর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সহ-সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন আরিফুল ইসলাম ডালিম করোনার টিকার প্রথম ডোজ নেন। ২৩ জুলাই তার শরীরে করোনা শনাক্ত হলে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে চিকিৎসাধীন থাকাকালে অবস্থার অবনতি হওয়ায় ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ভর্তি করা হয়। রেড জোনে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট রাতে তাকে হাসপাতালের সদ্য উদ্বোধকৃত এইচডিইউ ইউনিটে নেওয়া হয়। টানা চারদিন সেখানে চিকিৎসাধীন থেকেও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আজগর আলী হসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মৃত্যুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর বলেন, আরিফুল ইসলাম ডালিম ছিলেন চুয়াডাঙ্গার তরুণ সাংবাদিক জগতের আইকন। চুয়াডাঙ্গাবাসী এমন একজনকে হারাল যার অভাব কখনো পূরণ হওযার নয়। আমরা সব সময় তার খোঁজ খবর নিয়েছি। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এনটি