বগুড়া: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার (১২ আগস্ট) সন্ধা ৬টার দিকে বগুড়া র্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সাকাতি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল ইসলাম (২৩), একই এলাকার মো. ওহাদেদুলের ছেলে মো. তুহিন ইসলাম (২০) এবং মজাতি এলাকার মো. ইন্তাজ আলীর ছেলে মো. মশিউর রহমান (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাদের তিন জনকে আটক করা হয়। এসময় কিছু নগদ টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
কেএআর