ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১ ...

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দীগেন্দ্র চন্দ্র বর্মণ (৫৪) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলার ফুলবাড়িয়া জানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দীগেন্দ্র ফুলবাড়িয়া জানপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, দীগেন্দ্রের টিনের ঘরের ওপর বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। কিন্তু বিষয়টি কারো নজরে আসেনি। সকালে তিনি ছাগল বের করতে গিয়ে ওই টিনের ঘর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।