ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

‘এর আগে কেউ এতো ত্রাণ দেয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
‘এর আগে কেউ এতো ত্রাণ দেয়নি’

ব্রাহ্মণবাড়িয়া: শ্রমিক খায়ের ও ইউসুফ মিয়া। প্রতিদিনের আয়ে চলে তাদের সংসার।

কিন্তু মহামারি করোনার কারণে সংসার চালাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তাদের। এখন নিয়মিত কাজও তারা পান না। বসুন্ধার ত্রাণ পেয়ে আজকে তাদের মুখে হাসি ফুটেছে। তারা জানান, ‘এর আগে কেউ এতো ত্রাণ দেয়নি। আট দিনের মতো খোরাক চলবে সংসারে। ’ 

বাড়ি বাড়ি ফেরি করে মাছ বিক্রেতা বৃদ্ধা শামছুন্নাহারের মুখেও রাজ্যের হাসি। তার হাতেও তুলে দেওয়া হয়েছে বসুন্ধরার ত্রাণ সহযোগিতা। তিনি জানান, ‘সংসারের অন্তত এক সপ্তাহের বাজারের খোরাক হয়েছে। এর আগে কখনো এতো বেশি সহায়তা পায়নি। ’

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বসুন্ধরার ত্রাণ সহায়তা পান ওই নারীসহ কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার ৪৫ জন। দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল মিয়া।  

এর আগে, দুপুরে কসবায় ও বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে বসুন্ধরার ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। সব মিলিয়ে ১৫০ জনের মধ্যে বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মুকিতুল ইসলাম।

আয়োজক সূত্র জানায়, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, আটা দুই কেজি, ডাল এক কেজি, লবন এক কেজি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও মাস্ক। বসুন্ধরা গ্রুপ সারা দেশব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগে, কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াতে আরো কয়েকশ’ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ এলাকার সুধীজনেরা এতে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।