শরীয়তপুর: করোনা পরিস্থিতিতে শরীয়তপুরে ক্ষতিগ্রস্ত কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক প্রণোদনার চেক পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালের দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের (ডিসি) কনফারেন্স রুমে সাংবাদিকদের হাতে প্রণোদনার চেক তুলে দেন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এনডিসি মো. পারভেজসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস