ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ২৬ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
শরীয়তপুরে ২৬ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: করোনা পরিস্থিতিতে শরীয়তপুরে ক্ষতিগ্রস্ত কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক প্রণোদনার চেক পেয়েছেন।  

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালের দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের (ডিসি) কনফারেন্স রুমে সাংবাদিকদের হাতে প্রণোদনার চেক তুলে দেন দেওয়া হয়।

ডিসি মো. পারভেজ হাসান তাদের হাতে এ চেক তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এনডিসি মো. পারভেজসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।