ঢাকা: গণমানুষের মনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন সুগভীর। বিশ্বের আর কোনো নেতা তার মতো পারেননি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এক আলোচনা সভায় অংশ নিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) এমন মন্তব্য করেন। জাতির পিতার ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল সভাটির আয়োজন করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশেন (পিকেএসএফ) ফাউন্ডেশন।
তিনি বলেন, বাঙালি জাতির অবিসংবাদিক নেতার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাওয়াটা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের। অনেক পশ্চিমা নেতা স্বাধীন বাংলাদেশের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করলে বঙ্গবন্ধুর কুশলী, দুরদৃষ্টি, প্রত্যয়ী নেতৃত্বগুণে বাংলাদেশ এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধুর স্বপের সোনার বাংলা গড়ার অন্যতম পূর্বশর্ত হলো ভাগ্যাহতদের ভাগ্যেন্নয়ন।
সভাপতির বক্তব্যে প্রথতিযশা অর্থনীতবিদ পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বঙ্গবন্ধুর হৃদয়জুড়ে ছিল শোষণ-বঞ্চনা-অসাম্যহীন এক বাংলাদেশ। তার এ স্বপ্নকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে পিকেএসএফ’র যাবতীয় কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। জাতির প্রতি ত্যাগ-তিতিক্ষা, চিন্তা-চেতনা ও আদর্শ শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি জীবনের সব পর্যায়ে প্রয়োগ করতে হবে। আর সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন।
স্বাগত বক্তব্যে পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন, তৃণমূলের প্রান্তিক মানুষকে আপন করে নেওয়ার অনন্য ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি, সুবিধাবঞ্চিতদের কল্যাণ, নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠেনে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া এ মহান নেতার স্বপ্ন বাস্তবায়নে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ যে ব্যাপক বিস্তৃত কার্যক্রম বাস্তবায়ন করছে, তা আগামীতে আরও বেগবান হবে বলে আশা করি।
সভার অন্যদের মধ্যে পিকেএসএফ’র পর্ষদ সদস্য পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, হুমায়রা ইসলাম, মুহম্মদ শহীদ উজ জামান বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
ইইউডি/আরবি