শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হাসান (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলের দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী শহর থেকে চাঁদগাঁও বাড়ির দিকে ফিরছিল ইকবাল। আর বিপরীত দিক থেকে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল গরু বোঝাই একটি ভটভটি। এ সময় কালীনগর বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি এলে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইকবাল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহামেদ বাদল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ভটভটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস