ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  ফাইল ছবি

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হাসান (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলের দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইকবাল ওই উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী শহর থেকে চাঁদগাঁও বাড়ির দিকে ফিরছিল ইকবাল। আর বিপরীত দিক থেকে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল গরু বোঝাই একটি ভটভটি। এ সময় কালীনগর বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি এলে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইকবাল।  

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহামেদ বাদল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ভটভটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।