ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্য

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্য

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দু'দেশ ঐকমত্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার ড. বিনয় জর্জ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান উপস্থিত ছিলেন।

এসময় তথ্যমন্ত্রী উপ-হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন। এসময় ড. হাছান মাহমুদ এবং ড. বিনয় জর্জ দু’দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।