ঢাকা: পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের ৬ তলা থেকে পড়ে এক ডেঙ্গু রোগী মারা গেছে। নিহতের নাম হাবিবুর রহমান (১৭)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, ওই রোগী পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিল। সেখানে ভর্তি থাকা অবস্থায় ছয় তলা থেকে পড়ে গিয়ে মারা গেছে। নিহতের বাবার নাম আলমগীর পেয়াদা। পরিবারের সাথে মাদারটেক এলাকায় থাকতো এবং সে দশম শ্রেণীর ছাত্র ছিল। তবে তার পরিবার জানিয়েছেন হাবিব ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল।
এদিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে একটি নাম্বারে যোগাযোগ করা হলে রিসিপশনে শহীদউল্লা নামে এক ব্যক্তি ফোন ধরে জানান, হাসপাতালে ছয় তলায় ভর্তি ছিল হাবিব। সেখান থেকে পড়ে সে মারা গেছে। বিস্তারিত আরো কিছুই জানতে পারিনি।
নিহত বাবার বন্ধু আমিন খান জানান, হাবিব ওই হাসপাতালে ৬ তলায় গত চার থেকে পাঁচ দিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিল। তবে তিনি জানতে পেরেছেন ৬ তলা থেকে পড়ে হাবিব মারা গেছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাবিব ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ছয় তলায় ভর্তি ছিল। সে পড়ে গিয়ে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার সময় তার বাবা ও ভাই ছিল। তারা বাহিরে খাবার আনতে গেলে, এমন সময় এ ঘটনা ঘটেছে। তবে হাসপাতালের বারান্দায় সিমেন্টের রেলিং আছে। যেটা দুই থেকে আড়াই ফুট উঁচু। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এজেডএস/এমএমএস