ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারকালে ২ নারী উদ্ধার, ২ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
ভারতে পাচারকালে ২ নারী উদ্ধার, ২ পাচারকারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দুই নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

এছাড়া পলাতক আরও চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতে পাচারের জন্য নিয়ে আসা দুই নারীকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও তলুইগাছা সীমান্ত এলাকার দুই পাচারকারীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া নারীদের একজনের বাড়ি যশোরের মনিরামপুরে ও অন্যজনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়।

এছাড়া আটক পাচারকারীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ছয়ঘরিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮) ও গোলাম হোসেনের ছেলে মো. জাহিদ (২২)।

বিজিবি জানায়, পাচারের ঘটনায় জড়িত আরও চারজন পালিয়ে গেছেন। তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাওলখালীর নাজমুল হোসেন (৩০), মো. বাবু (৪০), উত্তর তলুইগাছার আব্দুর রাজ্জাক (৩৫) ও আক্তার হোসেন (৪০)।

উদ্ধার হওয়া নারী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।