ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া সংলগ্ন হলতা নদীতে নিখোঁজ যুবক জাহিদ হোসেনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে হলতা নদী থেকে তার মরদের উদ্ধার করা হয়েছে।
আমুয়া বন্দরের বাসিন্দা ও নিখোঁজ জাহিদের প্রতিবেশী শাকিল হোসেন বাংলানিউজকে জানান, জাহিদ নিখোঁজের পর কাঁঠালিয়া ফায়ার সার্ভিস, বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ও স্থানীয় লোকজন বিভিন্নভাবে চেষ্টা করে কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সকালে উদ্ধার কর্যক্রম স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে আমুয়া বন্দরের হলতা নদী থেকে জাহিদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
জাহিদের স্বজন মাওলানা তোহা ইমাম জানান, প্রতিদিনের মতো জাহিদ বুধবার দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে ডুব দেওয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইয়েবা নামের এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমএস/ওএইচ/