ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়িতে গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
লক্ষ্মীছড়িতে গাঁজাসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তারা হলেন, ধুনচাই মারমা (২১) ও সুইচিং মারমা (২০)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) লক্ষ্মীছড়ি সেনা জোনের মাস্টারপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

লক্ষ্মীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুজ্জামান রাশেদ বলেন, প্রতিনিয়ত পাহাড়ি সন্ত্রাসী দলগুলোকে চাঁদা দিয়ে এলাকা অস্থিতিশীল করার পায়তারা করছে মাদক বিক্রেতারা। এসব ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ৫ লিটার বাংলা মদ এবং নগদ টাকাসহ দুই যুবককে আটক করা হয়েছে। অসামাজিক কার্যকলাপ বন্ধে চলমান অভিযান আরও জোড়দার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।