রাজবাড়ী: পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পার হতে অনেক বেশি সময় লাগছে ফেরিগুলোর। সেই সঙ্গে স্রোতের বিপরীতে চলতে গিয়ে হর হামেশাই বিকল হচ্ছে পুরনো আমলের ফেরিগুলো।
পদ্মাসেতুর পিলারে বার বার ফেরির ধাক্কা লাগায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ কারণেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে রাজধানী ঢাকাগামী যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের গাড়ির চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে। এজন্যও ঘাটে গাড়িগুলোকে পার হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
এদিকে, পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসার পথে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১টায় দৌলতদিয়া ঘাটের কাছে ঘূর্ণিপাকে নিয়ন্ত্রণ হারায় ফেরি ভাষা শহীদ বরকত। স্রোতের বিপরীতে ফেরি যেতে পারছিল না। ফেরির হুইল কাজ করছিল না। আধাঘণ্টা ধরে শুধু ঘুরছিল। এসময় ফেরিতে থাকা যাত্রীরা ভীত হয়ে পড়েন।
ওই ফেরিতে থাকা সামসুল ইসলাম জানান, একে তো গভীর রাত, তার ওপর যদি ফেরী বিকল হয়, তাহলে যে কি অবস্থা হয়, তা ভাষায় বুঝিয়ে বলা অসম্ভব।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই