ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মাহফুজুর রহমান (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ শিবচর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে শিবচর যাচ্ছিলেন মাহফুজ। পথে চুমুরদি এলাকায় বরিশালগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন। পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় মামলা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই