ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত ...

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমা ওই উপজেলার কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কইগাড়ী এলাকায় নাটোরগামী একটি মাইক্রোবাস সালমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুন্দার হাইওয়ের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহাম্মুদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধা সালমার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।