ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত ...

ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌঁনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার উপ-পরিদশর্ক (এসআই) এসএম সাদ্দাম হোসাইন বাংলানিউজকে বলেন, সকালে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরনে গেঞ্জি ও কালো হাফপ্যান্ট ছিল জানিয়ে তিনি বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশ তদন্ত করবে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।