ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
বাঘাইছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ ...

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি থেকে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিনগত রাতে খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা বাঘাইছড়ির বঙ্গলতলী এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২)। তারা পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ির বঙ্গলতলী এলাকায় সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বইসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।  তবে এ বিষয়ে ইউপিডিএফের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আটকদের পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হস্তান্তরের পর আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।