ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন শাহজাহান মিয়া (৩২) নামে এক বাবা।
শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
শাহজাহান মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। মৃত শিশুর নাম শরীফ মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে শাহজাহান প্রথমে তার স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার জন্য ছুরিকাঘাত করেন। এ সময় জেসমিন ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যান। পরে শিশু শরীফকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন শাহজাহান। খবর পেয়ে প্রতিবেশীরা শাহজাহানকে আটক করে থানায় খবর দেয়।
ওসি মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, শিশু শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাহজাহান ও তার স্ত্রী জেসমিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময় ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এনটি