ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
চাঁদপুরে ৩৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাপড়পট্টিতে অভিযান চালিয়ে ৩৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও মাছ ধরার ৪৭০ পিস চাইসহ (ফাঁদ) দু’জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের দু’টি দোকান এবং দু’টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লাখ মিটার নতুন কারেন্টজাল ও ৪৭০ পিস চাইসহ দু’জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা। অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

পরে আটক দুই জাল ব্যবসায়ীকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি ওই দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।