ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শুভসংঘের খাদ্য সহায়তা পেল সাঁথিয়ার ৩০০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
শুভসংঘের খাদ্য সহায়তা পেল সাঁথিয়ার ৩০০ পরিবার

পাবনা: কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলার দুস্থ ও অসহায় ৩০০ পরিবার।  

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি করে ডাল ও আটা দেওয়া হয়।

 

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৩ আগস্ট) উপজেলার বোয়াইলমারী কামিল মাদরাসার মাওলানা আব্দুল আজিজ মিলনায়তনে তাদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে বিপুল হোসেন নামে এক উপকারভোগী বলেন, ‘করোনায় কাম করবার পারিছি না। খুব কষ্ট করে খাচ্ছি। তোমাগের ত্রাণে উপকার হইছে। আল্লাহ বসুন্ধরার মালিককে দীর্ঘজীবী করুক। তাগের পরিবারের সবাই ভালো থাকুক। তারা যেন আরও সাহায্য করবার পারে।

শাহনাজ নামে আরেক উপকারভোগী বলেন, ‘আমার স্বামী নাই। মাইনষেরতে চাইয়া-চিন্তে খাই। তোমারের খাবার আমার অনেক দিন চলবি। তোমরা আরও দিবার পারবা, দোয়া করিছি। আল্লাহ বাঁচাই রাখুক।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘ সারা বাংলাদেশে যে মহৎ উদ্যোগ নিয়েছে, এর জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফসান যানী সজিবসহ নাইম খান, সুচিত্রা পূজা, স্বর্ণা, শাহেরা আক্তার উর্মি, রাশেদসহ সাঁথিয়া উপজেলার স্বেচ্ছাসেবী অধ্যাপক আব্দুল হাই, আবু সামাদ, তাইজুল ইসলাম, ফারুক হোসেন, খালেদুজ্জামান পান্নু, আব্দুল হাকিম, রতন দাস।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।