ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
প্রতিবন্ধী তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার 

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় এক প্রতিবন্ধী তরুণীকে শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত গোলজার হোসেনকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ।  
১২ আগস্ট (বৃহস্পতি বার) সন্ধ্যায় ওই প্রতিবন্ধীর মা সাবিনা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে ভাঙ্গুড়া পৌর সদরের হারোপাড়া পশ্চিমপাড়া মহল্লা থেকে গোলজার হোসেনকে গ্রেফতার করা হয়। গোলজার তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট (রোববার) ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়িয়ার পূর্ব হারোপাড়া গ্রামে ওই প্রতিবন্ধী তরুণী  (২৩) তার ঘরে একাই ছিল। এমন সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত গোলজার হোসেন মেয়েটির শ্লীলতাহানি করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে প্রতিবেশী আয়শা খাতুন এগিয়ে এলে গোলজার হোসেন দ্রুত পালিয়ে যায়।  

গ্রাম্য সালিশ ঢেকে বিষয়টি জানানো হলে, সেখানে বিচার না পাওয়ায়, পরে মেয়েটিকে নিয়ে তার বাবা মা থানায় গিয়ে মামলা করেন।  
প্রতিবন্ধী মেয়ের মা বলেন, এই বিষয় মানুষেক বলা যায় না। ও মাথা তুলবের পারতিছিনে। গ্রাম্য শালিসে যখন বিচার পালেম না তখন তানায় আয়ছি। আমার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে এমন ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার (ওসি) ফয়সাল বিন আহসান অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষটি নিয়ে আমরা তদন্ত করছি।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৫৫৫, আগস্ট ১৩, ২০২১
এসআইএস    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।