মৌলভীবাজার: নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মৌলভীবাজারে সাপ্তাহিক ছুটির দিনেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তৎপরতা দেখা গেছে ।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার, গোরারাই রোড, মৌলভীবাজার রোড, শেরপুর রোডসহ বিভিন্ন জায়গায় মুদি দোকান, মাছ-মাংসের দোকান, ফার্মেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালায় তারা।
মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
বাংলানিউজকে তিনি বলেন, অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, সরকার বাজারে বেঙ্গল ফুড নামের একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য তালিকা প্রর্দশন না করা, বাসি এবং অনুপযোগী খাবার বিক্রির জন্য রাখা, বাচ্চাদের মেয়াদোত্তীর্ণ প্যাম্পাস ও শ্যাম্পু সংরক্ষণ, মাছের মেয়াদোত্তীর্ণ ভিটামিন ও কৃষিজাত কীটনাশক বিক্রির জন্য রাখার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়াও অনিয়মের দায়ে গোরারাই রোডের মেসার্স রাহী এন্টারপ্রাইজকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
বিবিবি/আরআইএস