ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
রাজধানীতে ইয়াবাসহ আটক ৬

ঢাকা: রাজধানীর তেজগাঁও ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছয় মাদক চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ আগস্ট) ভোরে তেজগাঁও থানার কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রনি ভূঁইয়া নামে একজনকে আটক করে ডিবি লালবাগ বিভাগ।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, আটক রনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১২ আগস্ট) দিনগত রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ পাঁচজনকে আটক করে ডিবি রমনা বিভাগ।

আটকরা হলেন- আনোয়ার হোসেন আপেল, মো. দানু, তৈয়বুর রহমান মামুন, জিয়াউর রহমান ও রুমি।

ডিবি রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) জাবেদ ইকবাল জানান, আটকরা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।