ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনার ভয়ে সন্তানসহ পদ্মায় ঝাঁপ! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
দুর্ঘটনার ভয়ে সন্তানসহ পদ্মায় ঝাঁপ! 

পদ্মায় ফেরির পন্টুন থেকে দুর্ঘটনার ভয়ে নিজেকে বাঁচাতে সন্তানসহ নদীতে ঝাঁপ দেন এক নারী। এসময় কোলে চার বছর বয়সী কন্যা সন্তান ছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে ‘শাহ আলী’ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে।  

তবে তাৎক্ষণিক তাদের উদ্ধার করেছেন স্থানীয়রা। জানা গেছে, ওই নারীযাত্রীর নাম রোকসানা বেগম (২৯)। তার কোলের কণ্যা শিশুর নাম মেহরাব হোসেন (৪)। তারা মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী-সন্তান। সপরিবারে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।
উদ্ধারের পর মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৭১২, আগস্ট ১৩, ২০২১
এসআইএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।