বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অপহরণের পাঁচ মাস পর স্কুল পড়ুয়া ছাত্রীকে নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে পুলিশ।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই স্কুলছাত্রীকে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ চাঁদত্রিশিরা বড়ইতলা বাজার এলাকা থেকে শাহীন বেপারীর নেতৃত্বে চার থেকে পাঁচ জনের একটি দল অপহরণ করে। অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান নড়াইল সদর থানার মাইচপাড়া এলাকার একটি বাসা থেকে অপহৃতা স্কুলছাত্রীকে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী শাহীন বেপারী পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমএস/আরআইএস