ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে এ জরিমানা করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল্লাহ।

জরিমানাপ্রাপ্তরা হলেন- পাইকগাছার সোলাইমান সরদারের ছেলে বিলাল সরদার, সাহাদত ফকিরের ছেলে মেসলা ফকির ও শুকুর মোড়লের ছেলে হাবিবুর।

এর আগে, দুপুরের দিকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স ইউনিয়ন ভূমি কর্মকর্তার সহযোগিতায় ড্রেজার মেশিন ও কার্গো জব্দসহ তাদের আটক করে হয়।

ওসি শরিফুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।