জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- একই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর পূর্বপাড়া গ্রামের খুদু শেখের ছেলে আব্দুল হক (৪৭) ও অবিজল শেখ (৪৪)।
স্থানীয়রা জানান, দুপুরে বসতবাড়ির পাশের সেচ পাম্প দিয়ে ধানক্ষেতে পানি দিচ্ছিলেন দুই ভাই আব্দুল ও অবিজল। একপর্যায়ে সেচ পাম্প থেকে পানি বিদ্যুৎতায়িত হয়। এ সময় তারা পানি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আনলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা রহমান তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআরএস