ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় শোক দিবসে কক্সবাজার বেতারে দিনব্যাপি অনুষ্ঠানমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
জাতীয় শোক দিবসে কক্সবাজার বেতারে দিনব্যাপি অনুষ্ঠানমালা

কক্সবাজার: স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি নানা অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্র।

রোববার (১৫ আগস্ট) এফ এম ১০০.০৮ মেগাহাটর্জে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

কক্সবাজার বেতারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত দুটি অধিবেশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।  

এ সব অনুষ্ঠানের মধ্যে রয়েছে, বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের  বাংলাদেশ’, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বিশেষ মিলাদ মাহফিল, শিশু-কিশোরদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমাদের বঙ্গবন্ধু’, যুব সমাজের অনুষ্ঠান ‘প্রেরণায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে নিবেদিত গ্রন্থনাবদ্ধ বিশেষ গানের অনুষ্ঠান ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু, বিশেষ নাটক ‘মুক্তির আলোক শিখা’, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে ‘বিশেষ বেতার বিবরনী’ ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘মুজিব মানে মুক্তি’ ইত্যাদি।  

এছাড়া ১৫ আগস্টে প্রকাশিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সম্পাদকীয়র উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান ‘সম্পাদকীয় মতামত’, বিশেষ গীতিনকশা; বঙ্গবন্ধুর স্মরণে গান ইত্যাদি প্রচার হবে।  
সর্বোপরি শোকের মাস আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপি বিশেষ অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ থাকবে প্রতিদিনকার আয়োজনে।
 
এফ.এম ১০০.৮ মেগাহার্জে-এ, কক্সবাজার বেতারের অনুষ্ঠান মালা শোনার আমন্ত্রন জানিয়েছেন আঞ্চলিক পরিচালক আমানুর রহমান খাঁন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘন্টা, আগস্ট ১৩, ২০২১,
এসবি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।