রংপুর: রংপুরের পীরগাছায় পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী হাজেরা বেগমকে (৩৬) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ আগস্ট) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, হাউদার পাড় গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে সাহেব আলীর সঙ্গে প্রায় ১৫ বছর আগে হাজেরা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু পরপর তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রী হাজেরা বেগমের সঙ্গে সাহেব আলী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তিনি পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ের অনুমতি চান স্ত্রীর কাছে। এ ঘটনায় একাধিকবার হাজেরা বেগমকে শরীরিক নির্যাতন করেন সাহেব আলী। সম্প্রতি সাহেব আলী একাধিক পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্বামীকে স্ত্রী হাজেরা এসব করতে বারণ করে। এ ঘটনায় দুইজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে স্ত্রী হাজেরা বেগমকে মারধর করেন সাহেব আলী। পরে হাজেরা বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।
নিহতের ছোট ভাই ফজর আলী জানান, তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়টি আমি জেনেছি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এনটি