ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিরাজ সিকদারের মৃত্যুতে বঙ্গবন্ধুকে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়িয়ে মিথ্যাচার জঘন্য কাজ।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে আজকে বঙ্গবন্ধুকে যদি সিরাজ সিকদারের মৃত্যুর জন্য টানাটানি করা হয় এটা খুবই জঘন্য কাজ হবে, খুবই ভুল কাজ হবে। ঠিক এভাবেই ভুল কাজ হচ্ছে জিয়াউর রহমানকে শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত করে অকারণে মিথ্যাচার করা। এটাকে এটেনশন ডাইভারশন বলে। গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা পরীমনিকে আবিষ্কার করে। তারা সম্রাট আবিষ্কার করে। প্রধানমন্ত্রী এসব বন্ধ করেন। আপনি রাগ পুষে জনগণকে কষ্ট দিয়েন না। আপনি টিকা কিনেন। লকডাউনের খেলা আর খেলেন না। গরিবদের রেশন দেন।
এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় এক লাখ মশারি ও প্যারাসিটমল বিতরণ করারও পরামর্শ দেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাংক বলছে তোমরা রোহিঙ্গাদের নিয়ে নাও। এত বড় কথা তারা কীভাবে বলার সাহস করে। প্রধানমন্ত্রী আপনাকে বলেছিলাম আপনি প্রত্যেক রোহিঙ্গাকে আত্মরক্ষার শিক্ষা দেন। যাতে তারা যুদ্ধ করতে পারে। তারা আরাকানকে মুক্ত করতে পারে। ঠিক যেভাবে তালেবানরা করছে। রোহিঙ্গাদের সঙ্গে তালেবানদের যোগসূত্র ঘটিয়ে দেন। তাহলে তারা আরাকান মুক্ত করবে। আমাদের দেশ থেকে ১২ লাখ লোক যাবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসকেবি/আরআইএস